আপনি ফ্রিলান্সিং করে আয় করতে চান?

সময় উপযোগী সিদ্ধান্ত এবার আসেন আমার ৩ বছরের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা থেকে একটু স্বল্প ধারনা দেই।

গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর যে কোনটা নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। তবে যে বিষয়েই ক্যারিয়ার গড়তে চান এ বিষয়ে আপনাকে বস হয়ে যেতে হবে, হ্যাঁ বসই হতে হবে।

কারন আপনি যদি শুনেন যে গতকাল একলোক এক ডাক্তারের ঔষধ খেয়ে মারা গেছে আজকে ঐ ডাক্তার যতই ভালো ঔষধ আপনাকে ফ্রিতেও দেকনা কেন আপনি তার কাছে ভুলেও যাবেন না। ঠিক তেমনি আপনি অদক্ষ এটা একবার প্রমাণ হলে বায়ার আপনাকে ঐ ডাক্তারের মতোই আপনাকে পাশকাটিয়ে যাবে। এবার বলবেন আমি চাল্লু আমি ধরা খাবো না 🤗 আরে বড় বড় সিংহ ৫০নং পেইজে পরে আছে আর তুমিতো কোথাকার ভাল্লু।

একবার ধরা খেলেই সুর পাল্টে যাবে তখন বলবেন ফ্রিল্যান্সিং ভালো না। আসলে সমস্যাটা যে কোথায় আপনি নিজেও বুজেন কিন্তু ব্যর্থটা শিকার করতে চাবেন না তখন।

কারন, ইনকাম করার কোনো পথ সহজ নয়। আর সবাই দক্ষ লোক দিয়ে কাজ করতে পছন্দ করে। তাই কাজ জানা নয় বরং দক্ষ হওয়াটাই একমাত্র উপায়।

এবার আসি যে সব জনপ্রিয় সেক্টরে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেনঃ

এখন কেউ কেউ বলবেন আমি তো এর কিছু জানি না।আপনাকে শিখতে কে হাত পা বেঁধে রাখছে শুনি? এই ২০২৩ সালেও এসে। এখন আপনি আলসেমি করে শিখবেন না আর এমন ব্লগ পরেবেন তাতে এমন হাজার ব্লগ মুখস্থ করলেও আপনার কোন পরিবর্তন আসবে না। এটা ১০০% সত্য আপনি মানেন আর না মানেনI

এখন আরো ২মি মন দিয়ে লেখাটা পড়ের কাজে দিবে।

আজকে আমি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখার ওয়ে শেয়ার করবো।

হ্যাঁ এটা সত্য যে ওয়েব মানেই প্রোগামিং বা কোডিং তবে এটাও মাথায় রাখতে হবে একজন ওয়েব ডেভেলপারের বেতনও সবার উপরে থাকে আর ইনকাম বাড়াতেই আপনি ফ্রিল্যান্সি শুরু করতে চাচ্ছেন আর এখন এই লেখা মনোযোগী স্টুডেন্টের মতো পড়তে শুরু করছেন। ওকে পড়েন।

ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে প্রোগার্মিং ভাষা মানে কোডিং শিখতে হবে।

যেসব ল্যঙ্গুয়েজ শিখতে হয়:

এগুলো ধারাবাহিক ভাবে শিখলে আপনি একজন ওয়েব ডেভলপার হিসেবে দেশে বা বিদেশে জব করতে পারবেন। সাথে চাইলে ফ্রিল্যান্সিং ও করতে পারবেন হবে। জবের বেতন ৮ ঘন্টা কাজ করে যদি $২০০০+ হয় তবে কেনো সারা দিন রাত মার্কেটে ফ্রিল্যান্সিং কাজ খুঁজে মাস শেষে $১০০০ আয় করার জন্য যুদ্ধ করবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন কাজের জন্য একপ্রকার যুদ্ধই করতে হয় ২০০+ দেশের মানুষের সাথে।

এবার আসি দুধের স্বাদ গোলে মিটানোর জন্য। আপনি যদি চান এতো চাপ বা সময়ের জন্য ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে পারছেন না তাহলে আমি বলবো আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করুন। ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট এর একটা অংশ যা আপনি ২ থেকে ৪ মাসে শিখে শুরুর দিকে ফ্রিল্যান্সিং করে মাসে কমপক্ষে $১০০ থেকে $৪০০ আয় করতে পারবেন।

এখনোও চিন্তা করছেন এই ওয়ার্ডপ্রেস কোথা থেকে শিখবো। আরো ভাই আপনাকে ফ্রিতে শেখানোর জন্য ইউটিউব মামা বসে আছে। ওখানে যান আর মামার কাছে বলেন ওয়ার্ডপ্রেস প্লেলিস্ট আর বসে যান কিছু দিনের জন্য।

আর আপনি চাইলে আমার দিকনির্দেশনায় ওয়ার্ডপ্রেস এর একটা লাইভ কোর্সের সিলেবাসও দেখে নিতে পারেন। যেখান থেকে আপনাকে কি কি শিখতে হবে তার সিলেবাস পাবেন আর ইউটিউব থেকে ঐসব টপিকের ভিডিও দেখে দেখে শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।

কোর্স লিঙ্কঃ https://12.developerhiren.com/freelancing-courses/

আপনার জন্য শুভকামনা রইলো।

ফ্রিল্যান্সিং নিয়ে যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আশা করছি সমাধান পাবেন।

ধন্যবাদ

হিরেন্দ্র নাথ

লেভেল ২ ফ্রিলান্সার, ফাইবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *