নতুনদের কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত?

(এই একটা ব্লগই আপনাকে ফ্রিল্যান্সিং এর সম্পূর্ণ ধারণা, কোথা থেকে শিখবেন, কাজ কোথায় পাবেন এমন আরো অনেক উওরই পেয়ে যাবেন)

নতুনদের কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত চলুন একটা উদাহরণের মধ্যে দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। মনে করেন আপনি কোন একটা কাজে দক্ষ আর সেই কাজটা কানাডার কোন একজন ঐকাজটা পারে না বা তার সময় নাই করার মতো, তাই সে কাউকে খুঁজতেছে যাকে দিয়ে কাজটা করানো যায়। তখন যদি আপনার সাথে অনলাইনে কোথাও দেখা হয়ে যায় তাহলে আপনাকে দিয়ে কাজটা করালো আর কাজের বিনিময়ে পেমেন্ট করলো। হ্যাঁ, সহজ ভাষার এটাই ফ্রিল্যান্সিং। এখন ২ টা প্রশ্ন মাথায় হয়তো আসতে পারে একটা হলোঃ

০১. আমি কি কাজ করবো বা শিখবোইবা কি করে?

০২. আর ঐ কানাডার লোককে কি করে পাবো ?

উওর ০১ঃ কাজটা আপনাকে শিখতে হবে,  যেমন জনপ্রিয় কিছু কাজের ক্ষেত্র আছে তা হলো ওয়েব ডিজাইন , গ্রাফিক্স ডিজাইন আর ডিজিটাল মাকেটিং যেসব কাজ আপনি করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। হ্যাঁ, এছাড়াও শত শত ক্ষেত্র আছে। এর মধ্যে সহজ কোনটা তাই বলেন ভাই আমি ঐটাই শিখবো তার পর অন্য কি শিখবো এমনটা যেন না হয়। এমন হলে আপনি মনে করেন যেতে চাচ্ছেন বরিশাল কিন্তু  উঠে পরছেন নোয়াখালীর বাসে। ঐ প্রতিটা বিষয় নিয়ে ইউটিউবে কমপক্ষে ৩ দিন ঘাটাঘাটি করবেন।

তারপর আপনার কোন বিষয়ে আগ্রহ আছে বা আগে কোনটা শুরু করলে তা ঠিক ছিলো কি না তা পরীক্ষা করবেন। মনে রাখবেন এই বিষয় নির্বাচন করার পরীক্ষায় ভুল করলে বা অসৎ উপায় বেছে নিলে পুরো ফ্রিল্যান্সিং লাইফটা হবে ছেঁকা খাওয়া দেবদাসের মতো। তাই যা করে আপনি মজা পান ঐ সেক্টরটাই আপনি বেছে নিবেন। কারো কথায় বা অর্থের কথা মাথায় রাখবেন না শেখার সময়। শুধু ভদ্র বাবু বা বেবির মতো ঐ বিষয়ে প্রাকটিস করে যান। আবারও বলছি যা করতে ভালো লাগে তার উপর সিদ্ধান্ত নিবেন। আর আপনি যদি একেবারেই সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ফ্রী সময়ে আপনাকে দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করবো। আর ঐ কাজ শেখা শুরু করবেন ইউটিউব থেকে ঐ বিষয়ের উপর অনেক প্লেলিস্ট আছে তা থেকে ৪ থেকে ৫ টা প্লেলিস্ট যেখানে ৫০+ ভিডিও থাকবে প্রতিটায়। ঐগুলা বুজে বুজে প্রাকটিস করেন । যেখানে ধারাবাহিক ভাবে দেখানো আছে শুরু থেকে শেষ পযন্ত।

কমপক্ষে ৭ থেকে ১০ টা ফুল প্রজেক্ট করা শেষে এবার চলে যান গুগোল মামার কাছে। আর বায়না করেন আপনি যে কাজ শিখছেন তা কোথায় সেল করে ইনকামটা শুরু করতে পারেন। বুজতে পারেননি তাহলে সহজ করে বলছি । গুগল গিয়ে লিখবেন How to provide web design service/graphic design service/ digital marking service remotely or about your skill title. আর আবারও গুগল মামার কথা শুনে ইউটিউব এসে ভিডিও দেখা শুরু করবেন। কিভাবে ঐসব মার্কেটপ্লাসে প্রোফাইল সাজাতে হয়। তবে আপনি কাজ না শিখে হাজারও একাউন্ট খুললে অমুক ভাইয়ের ভিডিও টেকনিক যাতে ১ দিনে বায়ার পাবেন। ওসব শুধু দেখেই যাবেন ১৪ ফেব্রুয়ারিতে সিঙ্গেল ভদ্র ছেলে বা মেয়র মতো । আপনার ঐ টেকনিক কোন কাজে আসবে না যদিনা আপনার কাজের দক্ষতা থাকে।

আশা করি আপনার ফ্রিলান্সার হওয়ার পথে এটুকু জানাই শুরু করার জন্য অনেক। এর পর কি করবেন তা আপনি নিজেই বুজতে পারবেন।

আর আপনি যদি একটু শৌখিন মানুষ হন যে ঐই সব দরজায় দরজায় ঘুরতে পারবো না। তাহলে আপনার জন্য গোছানো একটা ফ্রিল্যান্সিং কোর্স কারিকুলাম আছে। যেখানে আপনি উপরের সবকিছু পেয়ে যাবেন আমার লাইভ দিকনির্দেশনায়। আমার কোর্সের সিলেবাস বা বিস্তারিত জানতে

এখানে ক্লিক করুন

সরাসরি যোগাযোগ করুনঃ 01611120080 (WhatsApp)

উওর ২ঃ আপনার সাথে কানাডার ঐ লোকের কিভাবে দেখা হবে?

যেমন মাছ কেনার জন্য আমরা মাছের বাজারে যাই আর সেখানে কিছু মানুষ অনেক মাছ নিয়ে বসে থাকে, আমার সাধ্য বা প্রয়োজন অনুযায়ী মাছ কিনে নিয়ে আসি। ঠিক তেমনি ফ্রিল্যান্সিং কাজের জন্য কিছু নিদিষ্ট মার্কেট আছে যেখানে বিভিন্ন দেশের মানুষরা কাজ করার ও করানোর জন্য আসে। আর যে যার প্রয়োজনের বা কাজের দক্ষতা মিললেই কাজের লেনদেন হয়। আর কাজ শেষে একটা ভালো পরিমাণে পেমেন্ট করে। মার্কেটের নাম আমি বলছি না বা আপনি যদি কোথাও শুনেও যান তাও আমি বলবো কাজ না শিখে মার্কেটে যাবেন না।

এখন আসেন কিভাবে শিখবেন। আপনি প্রথমে আপনার ভালো লাগার বিষয়ে ইউটিউবে ভিডিও দেখেন যেখানে আপনার বেসিকটা শক্ত হবে। এর পর যদি দেখেন হচ্ছে না তখন ঐ বিষয়ে বিশেষজ্ঞ এমন কারো থেকে পরামর্শ নিবেন যাতে আপনি সামনের দিকে সঠিক ভাবে আগাতে পারেন। আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়া কাজ করি, এ ব্যাপারে আপনাকে দিকনির্দেশনা দিতে পারবো তাতে আবার এটা ভাববেন না যে আমার সাথে কথা বললেই আমি হয়তো আমার কোর্স করতে বললো। এমনটা একদমই না। এখন ভাবতে পারেন তাইলে আপনাকে ফ্রি ফ্রি কেন জ্ঞান দিবো?

কথা হচ্ছে ভাই আমিও একসময় নতুন ছিলাম, আমিও প্রতারিত হইছি তাই এখন আমার ২মি কাউকে দিলে যদি ঐ মানুষটা প্রতারণা থেকে বাঁচে তাহলে ঐটাই আমার প্রাপ্তি। লেখাটা মনে হয় বড় হয়ে গেছে। আরো লিখতে মন চায় কিন্তু কারেন্ট চলে আসছে এখন কাজে বসতে হবে। আবারও হয়তো লিখবো অন্য কোন লোডশেডিংয়ে।

My Facebook ID: Click Here

Facebook Page: Click Here…

Facebook group: Click Here…

 

ধন্যবাদ

হিরেন্দ্র নাথ

হিরেন্স পয়েন্ট, পরিচালক

গেস্ট ফ্রিল্যান্সিং ট্রেইনার যুবউন্নয়ন অধিদপ্তর, পিরোজপুর।

লেভেল ২ সেলার, ফাইবার

সেলার, আপওয়ার্ক

Phone & WhatsApp: 01611120080

Email: contact.hirendranath@gmail.com
Www.Developerhiren.Com

4 Responses

  1. ধন্যবাদ,, নতুনদের জন্য সবচেয়ে উপকারী ব্লোগ আশাকরি সামনে আরো এমন ব্লোগ আসবে,,শুভ কামনা

  2. অনেক কিছুই অল্পের মধ্যে বুঝিয়ে দিছেন। ধন্যবাদ ভাইয়া, আপনার সাথেই ফ্রিল্যান্সিং জার্নি করতে চাই…

  3. অনেক ইচ্ছে ছিলো ফ্রিল্যান্সিং শিখবো।হাজার চেষ্টা করেও পারিনি। কারন আমাকে সাহায্য করার মতো কোন স্যারের সাথে দেখা হয়নি। হ্যা কিন্তু এক বড় ভাইয়ের কাছে ইচ্ছে গুলো শেয়ার করেছিলাম সে বলেছিলো ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া হবে না। আমার সামর্থ নেই ল্যাপটপ বা কম্পিউটার কেনার তাই আর ফ্রিল্যান্সার হবার স্বপ্নটা পূরন হয়নি। স্বপ্নটা ভিতরে ঘাপটি মেরে বসে আছে। আর সবচেয়ে বড় কথা হলো আপনার মতো যখন হাজারো ফ্রিল্যান্সারদের সফল হওয়ার গল্প পড়ি তখন খুব খুব ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমি গর্বিত যে আপনার মতো আমার একটা ভাই আছে। পাশের বাড়ির হলেও স্থান টা বড় ভাইয়ের। অনেক দূর এগিয়ে যান।🙏🙏🙏🙏🙏❤️‍🔥❤️‍🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *