About Course
Freelancing with WordPress Course in Bangla By Developer Hiren
এই কোর্সটি ওয়েব ডেভেলপমেন্টের একটি অংশ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে ফ্রিল্যান্সিং অনলাইন কোর্স। কিন্তু হ্যাঁ এটা শেখা খুবই সহজ এবং আপনি যদি ৪ মাস প্রতিদিন ২ থেকে ৪ ঘন্টা প্রাকটিস করতে পারেন তাহলে একটা ভালো দক্ষতা অর্জন করা সম্ভব। যা ব্যবহার করে আন্তর্জাতিক ক্লায়েন্টদের থেকে Fiverr & Upwork এ কাজ করে ইনকাম শুরু করতে পারবেন। আমার মূল ফোকাসিং পয়েন্ট হলো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শেখানো এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের থেকে ডলার আয় করা। এই কোর্সের প্রথম 10 টি ক্লাসে HTML এবং CSS কোডিং শেখানো হবে এবং তার পর খুব, হ্যাঁ খুবই সহজে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শেখা শুরু করবো। যা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। মার্কেটপ্লেজগুলোতে ওয়ার্ডপ্রেস এর ডিমান্ড দিন দিন বেড়েই চলছে। তাই আপনার ফ্রিলান্সার হওয়ার পথে ওয়ার্ডপ্রেস শেখাটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হতে চলছে।
এই লাইভ কোর্সই হবে আপনার ঐ স্বপ্নের পথের পথচলা। ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজিতে দক্ষতা সহ সবকিছু হাতেকলমে শেখানো হবে। একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ গাইড করবো। আমি হিরেন (একজন লেভেল ২ সেলার, ফাইবার), আমার ৫ বছরের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা দিয়ে এই কোর্সের সিলেবাস ডিজাইন করা। সহজ কিছু স্টেপ শিখে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে বায়ারের কাজ করে ইনকাম শুরু করতে পারবেন এবং ফাইবার ও আপওয়ার্কে কাজের অডার নিয়ে তা শেষ করে ডেলিভারি দিয়ে ইনকাম করতে পারবেন।
এই ৪ মাসে মূলত ৪ টা পরীক্ষা হবে ঐ পরীক্ষায় ৭০% মার্ক পেলে তার জন্য ১ মাসের একটা রিওয়ার্ড কোর্স থাকবে। যেখানে এডভান্সড ক্লায়েন্ট কমিনিউকেশন, সরাসরি ক্লায়েন্টের সাথে কথাবলা সহ কিছু রিয়েল প্রোজেক্ট কাজ করার অভিজ্ঞতা তো থাকছেই।
আপনাকে শুধু শিখিয়েই ছেড়ে দেয়া হবে না, এসব ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কাজের সমস্যার সমাধান ও ক্লায়েন্ট নিয়ে সমস্যা সহ সব সময়ই আমার সাপোর্ট পাবেন।
এই Freelancing with WordPress কোর্সে জয়েন করতে হলে আপনার অবশ্যই কম্পিউটার ও প্রতিদিন ২ থেকে ৪ ঘন্টা সময় প্রাকটিস করার জন্য অবশ্যই থাকতে হবে। তা না হলে আমি আপনাকে কোর্সে জয়েন করতে নিরুৎসাহিত করছি । কারন এতে আপনার অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা 99%।
- এডমিশন টাইমঃ- 25.03.2024 থেকে 25.04.2024 তাং পযন্ত।
- লাইভ ক্লাস শুরুঃ 26.04.2024 তারিখ শুক্রবার রাত 10:00 টায়।
- প্রতি সপ্তাহে ৪টি করে ১ ঘন্টার লাইভ ক্লাস হবে (শুক্র, শনিবার, সোমবার, বুধবার রাত ১0 টায়।
-
কোর্সঃ Freelancing with WordPress By Developer Hiren
যেভাবে পেমেন্ট করবেন এবং কোর্সে এডমিশন হবেনঃ
আপনি চাইলে ৫০% পেমেন্ট করে এডমিশন নিয়ে বাকি ৫০% ১৪ নং ক্লাসের (১ মাসের) মধ্যে ক্লিয়ার করতে পারবেন ।
বা মোট ৪000 টাকা পেমেন্ট করেও ভর্তি হতে পারেন।
বিকাশঃ 01715148736 (Personal) / নগদ: 01611120080 (Personal) / রকেট: 016111200809 /
নোটঃ এডমিশন নেওয়ার পরে 01611120080 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যাতে আমি আপনাকে ক্লাসে যুক্ত করতে পারি।
Join My Facebook ID: প্রোফাইলে জয়েন করতে এখানে ক্লিক করুন
Facebook Page: পেইজে জয়েন করতে এখানে ক্লিক করুন
Facebook Group: গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন
Thank you
CEO, HirensPoint
Seller, Upwork
Freelancer, Consultant and Trainer in WordPress on “ Freelancing With Hiren ”
📱Phone: 01611120080
Email: contact.hirendranath@gmail.com
#ফ্রিল্যান্সিং #freelancing #WordPress #webDesign #fiverr #upwork #wordpressDevelopment #WordPressDesign #FreelancingWithWordPress
Course Content
Orientation : Introduction About Freelancing & WordPress ( এই লাইভ ক্লাস হবে 26.04.2024, শুক্রবার রাত ১০ টা থেকে) – Let’s Start This Amazing Journey!
-
Introducing Course System I 0 I
00:00 -
Introducing Course System I 00 I
00:00